ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমন্ত্রীর অন্যরকম দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বাণিজ্যমন্ত্রীর অন্যরকম দিন

ঢাকা: ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম দেশের ব্যবসায়ীদের কথা চিন্তা করেন। তিনি দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পরপরই ব্যবসায়ীদের বাণিজ্যিই সুবিধা দেয়ার লক্ষ্যে আমদানি ও রফতানি দফতরের (সিসিআইঅ্যান্ডই) এই অফিস চালু করেন।

যার বর্তমানে নাম রাখা হয়েছে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর।

 

প্রায় ৪৫ বছর অবহেলায় পড়ে থাকা এই অফিসের স্মার্ট ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধনের দিনটিকে জীবনের এক অন্যরকম দিন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানটির উন্নতিতে সাক্ষী থাকতে পেরে গর্বিত বোধ করছি। আজ আমি আনন্দিত ও অভিভূত। এই দিনটি আমার জীবনের এক অন্যরকম দিন। যা আর কোনো দিন আসবে না। এই দিনটি আমার জীবনে অমর হয়ে থাকবে।

বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনের তৃতীয় তলায় এই প্রতিষ্ঠানের অফিস।  

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রতিষ্ঠানটির স্মার্ট অফিস ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধনকে কেন্দ্র করে অফিসের প্রতিটি কর্মকর্তা ছিলেন আনন্দে আত্মহারা।

প্রত্যেক কর্মকর্তা বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মন্ত্রী আসার অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবন্ধু এই ভবনের কার্যক্রম চালুর পরে আর সরকারের কোনো মন্ত্রী কখনোই এই অফিসে আসেননি।

ভবনের গেট থেকে শুরু করে প্রতি তলায় দুই পাশে নানা রকমের বেলুন ও ফুল দিয়ে জানানো হয়। সব কিছু দেখে মন্ত্রী বলেন, আজকের দিনটি আমার জীবনের এক অন্যরকম দিন। আমি তৃপ্ত, আমি আনন্দিত।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
এমএফআই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।