ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এগিয়ে যাচ্ছে অর্থনীতি, ব্যাংকের সার্ভার নিরাপত্তা জরুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এগিয়ে যাচ্ছে অর্থনীতি, ব্যাংকের সার্ভার নিরাপত্তা জরুরি

ঢাকা: এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সার্বিক অর্থনীতি। বিশেষ করে দারিদ্র্য নিরসন, লিঙ্গ বৈষম্যরোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাংলাদেশ অনেক সফল হয়েছে।

একই সঙ্গে নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ ২৯ বিলিয়ন ডলার।

সেই লক্ষে ব্যাংকিং খাতে সার্ভার নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।

শনিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বিশ্বব্যাংক কার্যলয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের শুরুতেই এমন তাগিদ দেন সংস্থাটির প্রধান।

চিমিয়াও ফান আরও বলেন, কোনো দেশের ব্যাংকের সার্ভারসহ আইটি নিরাপত্তা খুবই জরুরি। বিশেষ করে আর্থিকখাতগুলোর আইটি নিরাপত্তায় আরও নজর দিতে হবে। ২৯ বিলিয়ন ডলার রিজার্ভ সঠিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ। ’

বিশ্বব্যাংকের নতুন বাংলাদেশ প্রধান বলেন, বিশ্বের প্রথম সারির ১০টি জনবহল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সেই দেশে ৬ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি কম অর্জন না। তবে, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও বিনিয়োগ করতে হবে। ’

এসময় সংস্থাটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মেহরীন ই মাহবুব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এমআইএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।