ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২, ২০১৬
পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ঢাকা: পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। সোমবার (মে ০২) পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন ।

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান ধারা অব্যাহত  থাকলে  খুব সহসাই বাংলাদেশ  বিশ্ব অর্থনৈতিক পরিমণ্ডলে নিজের অবস্থান সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে সমর্থ হবে।

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে বিশ্বব্যাংকের সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ বিশ্বব্যাংকের অধিকতর সহযোগিতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চিমিয়াও ফান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অব্যাহত অগ্রগতির প্রশংসা করেন।

তিনি বলেন, বিশ্বের প্রথম সারির ১০টি জনবহুল দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সেই দেশে ৬ শতাংশের উপরে জিডিপি প্রবৃদ্ধি কম অর্জন না। বাংলাদেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দারিদ্র্য নিরসনে বাংলাদেশ অনেক এগিয়েছে। তবে জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোতে বিনিয়োগ বাড়াতে হবে। সেই সঙ্গে বেসরকারি খাতকে গুরুত্ত্ব দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্যখাতে আরও বিনিয়োগ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ০২, ২০১৬
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।