ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের অভিনন্দনপত্র পেলো প্রাইম ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের অভিনন্দনপত্র পেলো প্রাইম ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংকের অভিনন্দনপত্র পেয়েছে প্রাইম ব্যাংক।

বুধবার (১১ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর কাছ থেকে এ অভিনন্দনপত্র নেন।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা, মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র মল্লিক, উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম, প্রাইম ব্যাংকের এগ্রিকালচার সার্পোট ডিভিশনের প্রধান এসএভিপি মো. এমদাদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৩
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।