ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের শিক্ষা বৃত্তি বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এক্সিম ব্যাংকের শিক্ষা বৃত্তি বিতরণ

ঢাকা: দেশের পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে চাঁপাইনবাবগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের  মাঝে শিক্ষা বৃত্তি-২০১৬ বিতরণ করেছে এক্সিম ব্যাংক।

শনিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার মেধাবী ও দরিদ্র ১২ শিক্ষার্থীর মাঝে এ বৃত্তির চেক বিতরণ করা হয়।

শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ কৃতজ্ঞচিত্তে বিশ্ববিদ্যালয়ের সাফল্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জনাব মো. আব্দুল ওদুদ, গেস্ট অব অনার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথি শেখ বশিরুল ইসলাম, এস.ই.ভি.পি ও আঞ্চলিক প্রধান, রাজশাহী, এক্সিম ব্যাংক লিমিটেড ও আবুল কাসেম মোহাম্মদ সফিউল্লাহ, এস.এ.ভি.পি, হেড অব এক্সিম ব্যাংক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের প্রক্তন অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া ও বর্তমান অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. মুনজুর রেজাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।