ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছয় বিমা কোম্পানিকে ছয় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
ছয় বিমা কোম্পানিকে ছয় লাখ টাকা জরিমানা

ঢাকা: নির্ধারিত সময়ে ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন জমা না দেওয়ায় ৬টি সাধারণ বিমা কোম্পানিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

মঙ্গলবার (১৭ মে) আইডিআরএ’র বোর্ড রুমে কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. শেফাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে বিমা আইন ২০১০ এর ৩২(১) ধারা লঙ্ঘনের কারণে ৬ কোম্পানিকে এই জরিমানা এবং আরও দু’টি কোম্পানিকে সতর্ক করা হয়েছে।

সভায় কর্তৃপক্ষের সদস্য মো. কুদ্দুস খান, সুলতান-উল-আবেদীন মোল্লা ও মো. মুরশিদ আলম ছাড়াও কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমা আইন ২০১০ এর ৩২(১) ধারা লঙ্ঘন অর্থাৎ বিমা কোম্পানির ২০১৪ সালের নিরীক্ষিত বার্ষিক হিসাব বিবরণী বিমা আইন অনুযায়ী পরের বছরের অর্থাৎ ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে কর্তৃপক্ষে জমা দিতে হয়।

জনতা, সাউথ এশিয়া, প্যারামাউন্ট সিকদার ও মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সাধারণ বীমা কর্পোরেশন বিলম্বে নিরীক্ষিত বার্ষিক হিসাব জমা দিয়েছে। ফলে শুনানি শেষে উল্লেখিত কোম্পানি, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিবকে জরিমানা করা হয়েছে।

এক দিন বিলম্বে নিরীক্ষিত বার্ষিক হিসাব বিবরণী দাখিলের জন্য এশিয়া এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানিকে শুনানি শেষে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এমএফআই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।