ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে রবি অঙ্গীকারাবদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ২১, ২০১৬
একীভূতকরণ দ্রুত সম্পন্ন করতে রবি অঙ্গীকারাবদ্ধ

ঢাকা: মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের সঙ্গে ব্যবসা একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছে অপর অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

 

 
শনিবার (২১ মে) রবি’র মুখপাত্রের এক বিবৃতিতে জানানো হয়, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই যে, আমরা প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অঙ্গীকারাবদ্ধ।


 
রবি আজিয়াটা লিমিটেডের মুখপাত্র বলেছেন, রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাংলাদেশের প্রস্তাবিত একীভূতকরণ প্রসঙ্গে ১৯ মে প্রকাশিত কয়েকটি খবরের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। খবরগুলো প্রস্তাবিত একীভূতকরণের ব্যাপারে কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে। এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই যে, আমরা প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অঙ্গীকারাবদ্ধ।
 
তবে প্রস্তাবিত একীভূতকরণ উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ প্রক্রিয়া নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি রবি।
 
রবি-এয়ারটেল বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানি আলোচনা শুরুর ঘোষণা দেয়। এরপর গত ২৮ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আনুষ্ঠানিক চুক্তির পর রবি জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা পরিচালনা করবে।
 
এখন বেশকিছু প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসা একীভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছে দুই অপারেটর।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২১, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।