ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে মূল্য তালিকা চান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা

রহমান মাসুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ২২, ২০১৬
রমজানে মূল্য তালিকা চান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা

ঢাকা: পবিত্র রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে উৎপাদক বা আমদানিকারকদের আশ্বাসের ওপর বিশ্বাস নেই পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। তারা সরকারের কাছে রমজান উপলক্ষে পণ্যমূল্য নির্ধারণের আবেদন জানিয়েছেন।

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের এ দাবি মেনে নিয়ে রমজানের আগেই উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আরেক দফা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।
 
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী গোলাম মাওলা বাংলানিউজকে বলেন, ‘পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য সব সময় দায়ী করা হয়। আমরা এ বিষয়ে বলতে চাই, এ দায় আমাদের একার নয়। এ দায় আমদানিকারক ও উৎপাদকদের। তারা অযথাই আমাদের ওপর দায় চাপান। আমরা এ অবস্থা থেকে অব্যহতি চাই। এ কারণে আমরা সরকারের কাছে পণ্যমূল্যের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম’।
 

‘এর ফলে জনগণও জানতে পারবে, আমদানিকারক উৎপাদকদের কাছ থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কেমন মূল্যে পণ্য কেনেন। ভোক্তারা তা কেমন মূল্যে কিনতে পারবেন’।
 

হাজী গোলাম মাওলা বলেন, গত  এক মাসে চিনির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। গত ১৭ মে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে জানলাম, দেশে উদ্বৃত্ত চিনি রয়েছে। দেশে চিনিকলগুলোতে যথেষ্ট পরিমাণে চিনি রয়েছে। মেঘনা গ্রুপের কাছে এক লাখ ৭৫ হাজার টন চিনি মজুদ আছে। সিটি গ্রুপের কাছে এক লাখ ৪৫ হাজার টন চিনি আছে। তারপরও কেজিতে ১০ টাকা দাম বেড়েছে। মেঘনা গ্রুপ বলছে, তাদের মিলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দাম বাড়তি। দাম বাড়ানোর এ যুক্তি কতোটা যৌক্তিক তা আপনারাই চিন্তা করেন!’
 
তিনি আরও বলেন, ‘একটা মিল যদি এক সপ্তাহ বন্ধ থাকে এবং এক সপ্তাহ আগে যদি বিশ্ববাজারে দাম বাড়ে, সে দোহাই দেখিয়ে দেশে আগে থেকে আমদানি করা লাখ লাখ টন পণ্যের কেজিপ্রতি ১০ টাকা দাম বাড়ানো কতোটা যৌক্তিক এটাও ভাবা দরকার’।

একই অভিযোগ বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শফিক আহমেদের। তিনি বলেন, গত এক মাসের ব্যবধানে ছোলার দাম বেড়েছে বস্তায় (৫০ কেজি) ১ হাজার ২শ’ টাকা। ১ হাজার ৮শ’ টাকার ছোলার দাম এখন ৩ হাজার টাকা। অথচ হিসাব বলছে, দেশে বার্ষিক চাহিদার চেয়েও ২ লাখ টন ছোলা বেশি মজুদ আছে। তাহলে আসলে হচ্ছেটা কি! আমরা এ অরাজকতা থেকে মুক্তি চাই। আমরা কোনো দায় নিতে চাই না। আমরা চাই, সরকার এলসি ডেট অনুযায়ী বৈশ্বিক বাজার দর নির্ধারণ করে দিক। সে অনুযায়ী ঠিক হোক আমদানিকারকদের কাছ থেকে আমরা কি দরে কিনবো, পাইকারি দর কি হবে এবং ভোক্তারা কি দামে তা কিনতে পারবেন’।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, সরকার পুরো বিষয়টি নজরদারিতে রাখছে। কারা কি দামে, কখন, কোন পণ্য আমদানি করছে, কার কাছে থেকে কোথায় কি পরিমাণ পণ্য যাচ্ছে এবং কি পরিমাণে পণ্য দেশে মজুদ আছে, ব্যবসায়ীরা কি দামে এটা বিক্রি করছেন তাও নজরদারি করা হচ্ছে। এ ক্ষেত্রে হাল নাগাদ বিশ্ব বাজারও মনিটরিং করা হচ্ছে’।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী (তোফায়েল আহমেদ) বর্তমান দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই কিছু কিছু পণ্যের মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসবো। আশা করি রমজানে বাজার স্থিতিশীল এবং সরকারের নিয়ন্ত্রণে থাকবে।
 

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।