ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন একনেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ঢাকা পানি সরবরাহ উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন একনেকে

ঢাকা: ঢাকায় পানি সরবরাহের উন্নয়নে ৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তিবাসীসহ সব নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা হবে।

এছাড়াও ঢাকা শহরের রাস্তা না কেটেই উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ ব্যবহার করা হবে।

এটিসহ ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে একনেকে।

মঙ্গলবার (২৪ মে) নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ হাজার ১৮২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকায় পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বস্তিবাসীসহ সব নগরবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করা হবে। এছাড়াও ঢাকা শহরের রাস্তা না কেটেই উচ্চ ঘনত্বের পলিথিন পাইপ ব্যবহার করা হবে। প্রকল্পের আওতায় ঢাকা শহরের ৮২টি এলাকায় পর্যায়ক্রমে মিটারিং ব্যবস্থা গড়ে তোলা হবে।

সভায় ঢাকা নগরীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সরবরাহ লাইনের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও নির্ভরযোগ্যতা আনতে ‘ডেসকো’র এলাকায়  ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড ক্যাবল স্থাপন, ক্ষমতা বর্ধন এবং রুপান্তর’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৩৩ কেভি ওভারহেড ক্যাবলকে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে রুপান্তরের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড সার্কিটের বিদ্যুতের লোড ক্ষমতা বৃদ্ধি করা হবে। বিতরণ ব্যবস্থায় ইনটারাপশন ও ফ্রিকোয়েন্সি কমানো হবে।
 
এর মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বৈদ্যুতিক কাযর্ক্রম। এর আওতায় ডেসকো এলাকায় বিদ্যুতের বিতরণ ব্যবস্থা সিস্টেম এভারেজ ইন্টারাপশন ইনডেক্স (এসএআইডিআই) এবং সিস্টেম এভারেজ ইনটারাপশন ফ্রিকোয়েন্সি ইনডেক্স (এসএআইএফআই) কমানো হবে।

এতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৬৮ কোটি টাকা। যার মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক(এআইআইবি) দেবে ৩৫৮ কোটি টাকা। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে ডেসকো। প্রথম ধাপে নগরীর মিরপুর, উত্তরা, টঙ্গী, দক্ষিণখান ও গাজীপুরে বাস্তবায়িত হবে।

এছাড়া ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি ও গবেষণা কার্যক্র বৃদ্ধিকরণের’ জন্য ২০৯ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা।

৩৫০ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয় সভায়।

‘বাংলাদেশের ৬৪টি জেলা ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ’ প্রকল্পটি সংশোধিত আকারে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে ঢাকায় নতুন অতিরিক্ত ৭০ হাজার গ্রাহক সংযোগের ‍সুযোগ সৃষ্টি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য অবকাঠামো প্রস্তুত করা হবে। সে লক্ষ্যে ‘ডেসকো’র উত্তরা ও বসুন্ধরা ১৩২/৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন ও পুনর্বাসন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৫১ কোটি ৩৬ লাখ টাকা।

এ প্রকল্পের আওতায় নগরীতে কোথাও বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তাৎক্ষনিকভাবে বসুন্ধরা ও উত্তরা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।