ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্মাণ ও কাঠ শিল্পের আন্তর্জা‌তিক প্রদর্শনী বসুন্ধরায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
নির্মাণ ও কাঠ শিল্পের আন্তর্জা‌তিক প্রদর্শনী বসুন্ধরায় ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আধুনিক নির্মাণ অবকাঠামো ও কাঠ শিল্পের নতুন আবিষ্কার, প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘দ্বিতীয় বাংলাদেশ বিল্ডকন‘ এবং ‘জেট প্রেজেন্টস দ্বিতীয় বাংলাদেশ উড-২০১৬’ শীর্ষক  দু’টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিনব্যাপী প্রদর্শনীটির উদ্বোধন করেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করে।

কনভেনশন সেন্টারের হল নম্বর ২ ও ৪ জুড়ে চলছে প্রদর্শনী। এতে দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিল্ডকন প্রদর্শনীতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় সরবরাহকারীদের স্থাপত্য, নির্মাণ, নির্মাণ সামগ্রী, প্রকৌশল, উদ্ভাবন, ইন্টেরিয়র ডিজাইন তুলে ধরেছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা বলেন, ‘বাংলাদেশ আবাসন খাত বিকাশমান ও ভালো করছে। এজন্য এখানে ইন্টেরিয়র এবং ফার্নিচারের বড় বাজার রয়েছে। বাংলাদেশ এবং ভারতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে যৌথভাবে কাজ করতে পারে। বাংদেশের প্রতিষ্ঠানগুলো ভারত থেকে সুবিধা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।
 

এ রকম প্রদর্শনী থেকে স্থাপত্য পণ্যগুলো কোনটি সবচেয়ে বেশি কাজের তা খুঁজে বের করে দু’দেশের ব্যবসায়ীরা যৌথভাবে এ খাতে কাজ করতে পারে বলেও জাানান তিনি। এতে প্রতিবেশী দু’ দেশের মধ্যে সম্পর্ক আরও চমৎকার হবে বলে মনে করেন ড. আদর্শ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট স্থপতি আবু সায়েম এম আহমেদ বলেন, বাংলাদেশে স্থাপত্য শিল্পের পাশাপাশি ফার্নিচারের অনেক চাহিদা আছে। এখন মানুষ ভালো ফার্নিচার পণ্য খুঁজছে।
 

দেশের ফার্নিচার কারখানাগুলো নতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের পণ্য উৎপাদন আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ভারতের পিএইচডি চেম্বার অব কমার্স যুগ্মসচিব রাজেশ সাংগ্রাই, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার ইন্ড্রাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মো আবু ইউসুফ, রিহ্যাব‘র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।
 

প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিয়ে নির্মাণ ও কাঠশিল্প সংশ্লিষ্ট প্রযু্ক্তি ও যন্ত্রপাতি প্রদর্শন করছে। প্রথমবারের মতো এ শিল্পের জন্য ডিস্ট্রিবিউটর খুঁজছে বিদেশি কোম্পানিগুলো।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৬/আপডেট: ১৪৩৮ ঘণ্টা
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।