ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিঙ্গেল ডিজিট সুদের পুনঃঅর্থায়ন চান আবাসন ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
সিঙ্গেল ডিজিট সুদের পুনঃঅর্থায়ন চান আবাসন ব্যবসায়ীরা

ঢাকা: আসন্ন বাজেটে আবাসন খাতে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গেল ডিজিট সুদের হার দীর্ঘ মেয়াদী পুনঃঅর্থায়ন চালুসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে এ খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রোববার (২৯ মে) দুপুরে প্রাক বাজেট আলোচনায় রিহ্যাব-এর পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

রিহ্যাব প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সহ-সভাপতি লিয়াকত আলী।

রিহ্যাবের অন্যান্য দাবিগুলো হচ্ছে- সর্বোচ্চ রেজিস্ট্রেশন ব্যয় ৭ শতাংশ কমিয়ে  গৃহ নির্মাণ শিল্প উদ্যোক্তাদের আয় কর হ্রাস করা, সরকারি কর্মকর্তাদের আবাসন তহবিল গঠন আইনের ১৯ এর বি ধারা বাতিল দাবি করা উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।