ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চার বছরে মিডল্যান্ড ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
চার বছরে মিডল্যান্ড ব্যাংক

ঢাকা: বেসরকারিখাতের মিডল্যান্ড ব্যাংক লিমিটেড চার বছরে পা দিচ্ছে মঙ্গলবার ২১ জুন।

তিন বছর পূর্তি ও চার বছরে পর্দাপন উপলক্ষ্যে রোববার (১৯ জুন)  ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিন বছরের সার্বিক চিত্র তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ-জামান।

 

২০১৩ সালের ২০ জুন রাজধানীর দিলকুশায় কর্পোরেট শাখার মাধ্যমে যাত্রা শুরু করে ব্যাংকটি।

মো. আহসান-উজ-জামান বলেন, গ্রাহকের আশা পূরণে কাজ করে যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক। ৩৩৫ জনের দক্ষকর্মী বাহিনীর মাধ্যমে কমার্শিয়াল ব্যাংকে পরিণত করতে চাই। যেহেতু জনগণের আমানত নিযে ব্যবসা করি, তাই গ্রাহকের ট্রাস্ট অর্জন করতে চাই। যাতে আমাদের হেলদি অ্যান্ড ডাইভারসিফাইড ব্যালেন্স শিট থাকে। ৪শ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করা এই ব্যাংকের শেয়ার হোল্ডার ইক্যুইটি এখন ৫শ কোটি টাকার বেশি। যাত্রার শুরুর সময় প্রতিটি শেয়ারর অবিহিত মূল্য ছিল ৯ পয়সা। বর্তমানে ১ টাকা ১০  পয়সা।  

আহসান-উজ-জামান বলেন, আগামীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) ১শ ২০ কোটি টাকা বিতরণ করা হবে। এরমধ্যে নারী উদ্যোক্তাদের মাঝে ১৫ দশমিক ২৬ কোটি টাকা, নতুন উদ্যোক্তাদের মাছে ৪দশমিক ৯ কোটি বিতরণ করা হবে। আমাদের আয়ের ১০ শতাংশ শিক্ষা,  স্বাস্থ্য  ও কৃষিখাতের উন্নয়নে ব্যয় করা হচ্ছে। এছাড়াও সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য আর্থিক অর্ন্তভূক্তির  আওতায় শারীরিক ও সামাজিক ভাবে প্রতিবন্ধীদের ৭ শতাংশ সুদে ঋণ প্রদান করছি। রোহিঙ্গাদেরকে একটি এনজিওর মাধ্যমে এক কোটি টাকা ঋণ দিয়েছি।

ব্যবস্থাপরিচালক বলেন, আমরা কিছু উদ্ভাবনী পণ্য ও সেবা চালু করতে চাই। গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে সব ধরণের পণ্য  ও সেবা ঢেলে সাজিয়েছি। গত বছর আমরা প্রায় দুই ডজন পণ্য উদ্ভাবন করেছি। আমাদের কলসেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দিয়ে আসছি। একাউন্ট থাকলে আমাদের নিজস্ব ২৩ টি এটিএম ও ২০টি শাখা ছাড়াও ৭ হাজার এটিএম থেকে একসেস পাওয়া যাচ্ছে।   জালিয়াতি রোধে আমাদের এটিএম এন্টি স্কমিং ডিভাইস বসানো হয়েছে।

তিনি বলেন, সব ধরণের কার্ড ইএমভি চিপযুক্ত। মিডল্যান্ড অনলাইনের নামে ইন্টারনেট ব্যাংকিং সেবা দিচ্ছি। এর মাধ্যমে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা লেনদেন, অন্য ব্যাংকেও বিলপেমেন্ট, মোবাইল টপ আপ, ডেসকো, ডিপিডিসি, ওয়াসার বিল দিতে পারবেন। এই সেবার মাধ্যমে ৫ লাখ টাকার মধ্যে লেনদেন করা যাবে। শিগগিরই অফসোর ব্যাংকিং চালু করবো।

এসময় উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, চিফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স কর্মকতা মো. এইচ কাফি, হেড অব কর্পোরেট ব্যাংকিং বিভাগ জাহিদ হোসেন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মনিরুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জাহিদুল ইসলাম ও কোম্পানি সচিব হাসানুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে ব্যাংকের আমানতের পরিমাণ  ১ হাজার ৯শ ৪১ কোটি টাকা। ২৫ হাজার ৪শ ১০ জন গ্রাহককে ঋণ বিতরণ করেছে ১ হাজার ৫শ ৪ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।