ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তেল-গ্যাস অনুসন্ধান

‘দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
 ‘দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
 
শনিবার (২০ আগস্ট) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে ‘ব্লু ইকোনমি: বিনিয়োগের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


 
বিনিয়োগের আহ্বান জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমাদের সমুদ্রসীমা বেড়েছে। গভীর সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে দেশি উদ্যোক্তাদের অপার সুযোগ রয়েছে’।
 
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী তেলের দাম কমে গেছে। আমাদের সমুদ্র এলাকায় নতুন নতুন কূপ অনুসন্ধানের বিষয়টি বর্তমানে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে’।
 
জ্বালানি উপদেষ্টা বলেন, সরকার মায়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে কাজ করে যাচ্ছে, যা দিয়ে চট্টগ্রাম অঞ্চলে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।
 
সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছে বলেও জানান এ উপদেষ্টা।
 
তিনি বলেন, ‘সরকার দেশের সমুদ্রসীমায় জরিপ চালানোর লক্ষ্যে জার্মানি থেকে একটি নতুন প্রযুক্তি সক্ষম জাহাজ কিনেছে, যা শিগগিরই দেশে পৌঁছাবে’।
 
‘বাংলাদেশে ৪ বিলিয়ন বাড়িতে বাড়িতে সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে, যার সংখ্যা একক দেশ হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি’।

গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাসের পরিবর্তে বিকল্প পদ্ধতি উদ্ভাবন, এলপিজি’র ব্যবহার বৃদ্ধি ও সচেতনতা তৈরির আহবান জানান তিনি।
 
সেমিনারে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
 
ডিসিসিআই’র সভাপতি হোসেন খালেদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার আহমেদ।
 
বাংলাদেশ সময়: ১৮০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।