ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৪ সেপ্টেম্বরের আগেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
২৪ সেপ্টেম্বরের আগেই রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির চুড়ান্ত প্রতিবেদন এ বছরের ২৪ সেপ্টেম্বরের আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (২১ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ উইমেন্স চেম্বর অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমেদ এর নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।


 
মুহিত বলেন, ২৪ সেপ্টেম্বর আমি নেদারল্যান্ডস হয়ে ওয়াশিংটন যাবো। যাওয়ার আগেই রিজার্ভ চুরির প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে সময় নেওয়ার কারণ হচ্ছে, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রির্জাভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফরাসউদ্দিনের নেতৃত্বে সরকার গঠিত তদন্ত কমিটি ৩০ মে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর প্রকাশের বেশ কয়েকটি তারিখ ঘোষণা করা হলেও তা অতিবাহিত হয়েছে।  

এর আগে মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে সাক্ষা‍ৎ করেন। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের প্রকল্প এলাকার নিরাপত্তা বৃদ্ধি করতে অর্থমন্ত্রীর কাছে আহ্বান জানান।

বিষয়টি নিয়ে শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার সময় যে সংখ্যক পুলিশ ছিল, বর্তমানে প্রায় তার দ্বিগুণ হয়েছে। আমরা নিজেরাই চিন্তা করছি সাহায্য সংস্থায় পরিচালিত প্রকল্পগুলোতে কি কি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়। আমি ভাবছি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসতে হবে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬/আপডেট: ১৫৩০ ঘণ্টা
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।