ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরে আনসার- ভিডিপি ব্যাংকের শাখা উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সৈয়দপুরে আনসার- ভিডিপি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২১১তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মিজানুর রহমান খান এ শাখার উদ্বোধন করেন।


 
পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস্- উল ইসলাম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট আসাদুজ্জামান গনি, উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী, ব্যাংকের শাখা ব্যবস্থাপক এএইচএম মাহবুব মোর্শেদ, ব্যাংকের গ্রাহক আহসান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।