ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মহাখালীতে ‘ইবিএল ৩৬৫’ বুথ উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
মহাখালীতে ‘ইবিএল ৩৬৫’ বুথ উদ্বোধন

ঢাকা: রাজধানীর মহাখালীতে অবস্থিত প্যারাগন হাউজে ১৯৭তম ‘ইবিএল ৩৬৫’ বুথ উদ্বোধন করা হয়েছে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এর মাধ্যমে বুথে অবস্থিত এটিএম থেকে গ্রাহকরা সার্বক্ষণিক সেবা পাবেন। এতে ভিসা, মাস্টার কার্ড ও ডাইনার্স ক্লাব কার্ড গ্রহণ করা হবে।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক কর্পোরেট ব্যাংকিং আহমেদ শাহীন, ভোক্তা ব্যাংকিং প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং ও পেমেন্ট বিভাগ প্রধান জাহিদুল হকসহ ব্যাংকের ও প্যারাগন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।