ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপ আনলো এইচপি

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
প্যাভিলিয়ন সিরিজের নতুন ল্যাপটপ আনলো এইচপি

ঢাকা: প্রিমিয়াম পিসির অভিজ্ঞতা দিতে বাংলাদেশের বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ ‘এইচপি স্পেক্টর’।

সিএনসি মেশিনের অ্যালুমিনিয়াম বডির ল্যাপটপটি এএএ-ব্যাটারির মতো পাতলা (১০.৪ মি.মি.)।

পেছনের দিক কার্বন ফাইবারের হওয়ায় খুবই হালকা (১.১১ কিলোগ্রাম)।

ফুল এইচডি ১৩.৩ ইঞ্চির ডায়াগনাল এজ-টু-এজ ডিসপ্লের হাইব্রিড ব্যাটারির ল্যাপটপটি সর্বোচ্চ সাড়ে ৯ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম।

ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই৫ ও আই৭ প্রসেসর, সর্বোচ্চ ৫১২ গিগাবাইট দ্রুতগতির পিসিআই এসএসডি, ৮ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ল্যাপটপটিকে সর্বোচ্চ কর্মক্ষমতা দেবে।

এইচপির এশিয়া প্যাসিফিক এবং জাপান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (পার্সোনাল সিস্টেমস বিজনেস) ও মহাব্যবস্থাপক অ্যানেলিস ওলসন বলেন, এইচপি স্পেক্টর বিশ্বের সবচেয়ে পাতলা নোটবুক। ফুল এইচডি এজ-টু-এজ ডিসপ্লে, ইন্টেল কোর আই প্রসেসরসহ এর অন্য ডিভাইসগুলোর নতুন স্পেক্টরের এক অনন্য মাত্রা এনে দিয়েছে।

পরবর্তী প্রজন্মের এইচপি এনভি ল্যাপটপ মেটাল ডিজাইনের পাশাপাশি উচ্চশক্তি ও কর্মদক্ষতা, এজ-টু-এজ ফ্লাশ গ্লাস ডিসপ্লে দারুণ অভিজ্ঞতা দেবে। এর ইউএসবি ৩.০ পোর্ট এবং ইউএসবি টাইপ-সি সহজে ডেটা ট্রান্সফার ও অ্যাক্সেসরিজ সংযোগ দেবে।

পাশাপাশি এইচপি ফাস্ট চার্জ প্রযুক্তি ল্যাপটপকে বন্ধ থাকা অবস্থায় ৯০ মিনিটে ৯০ শতাংশ চার্জ পূর্ণ করার সুযোগ দেবে।

এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের নোটবুক ক্যাটাগরি ম্যানেজার সামান্তা গৌ বলেন, অনেকেই পাতলা ও হালকা পিসি ব্যবহার করতে চান। কেউ চান শক্তি ও নতুন কিছু তৈরি এবং সংরক্ষণের জন্য। গ্রাহকদের চাহিদা অনুযায়ী সাধ্যের মধ্যে ভিন্ন ভিন্ন ল্যাপটপ খুঁজে নিতে পারবেন এ সিরিজ থেকে।

এইচপি নতুন প্যাভিলিয়ন সিরিজের পিসি ডিজাইন ও অনেক রংয়ের অপশনে আনা হয়েছে। আগের সংস্করণ থেকে এগুলো অনেক হালকা। সর্বোচ্চ কম্পিউটিং অভিজ্ঞতায় রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, সর্বশেষ ইন্টেল অথবা এএমডি প্রসেসর ও গ্রাফিক্স কার্ড।

বাংলাদেশের বাজারে ১৩.৩ ইঞ্চির ডায়াগনাল এইচপি স্পেক্টর, ১৫.৬ ইঞ্চির ডায়াগনাল এইচপি এনভি ল্যাপটপ, ১৪ ইঞ্চির ডায়াগনাল এইচপি প্যাভিলিয়ন, ১৫.৬ ইঞ্চির ডায়াগনাল এইচডি প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপগুলো পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।