ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় এনআরবি ব্যাংকের শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
খুলনায় এনআরবি ব্যাংকের শাখা উদ্বোধন

খুলনা: বিভাগীয় শহর খুলনার কেডিএ অ্যাভিনিউয়ে এনআরবি ব্যাংকের ২৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। খুলনায় এনআরবি ব্যাংকের এটি প্রথম শাখা।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকটির নতুন শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. মাহতাবুর রহমান নাসির, ভাইস চেয়ারম্যান তাতিয়ামা কবির, ইসি কমিটির চেয়ারম্যান এম বদিউজ্জামান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইদ্রিস ফরাজি, অডিট কমিটির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, পরিচালক আমিনুর রশিদ খান (বিকল্প পরিচালক), মো. জামিল ইকবাল, কামাল আহমেদ ,উপ-ব্যবস্থাপনা পরিচালক জীশান হাসিবসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।