ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংক-জুমায়রা হোল্ডিংসের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
ব্র্যাক ব্যাংক-জুমায়রা হোল্ডিংসের চুক্তি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বন্দরনগরীর স্বনামধন্য রিয়েল এস্টেট ডেভেলপার জুমায়রা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক লিমিটেড।

রোববার (১৮ সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুক্তি অনুসারে ব্র্যাক ব্যাংক জুমায়রা হোল্ডিংসের গ্রাহকদের দ্রুততর হোম লোন দেবে। এছাড়া ব্র্যাক ব্যাংকে কম সুদের হার ও প্রসেসিং ফি সুবিধায় ছাড় পাবেন জুমায়রা হোল্ডিংসের গ্রাহকরা।

চুক্তিতে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল সেলস কায়সার হামিদ ও জুমায়রা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল আন্ডাররাইটিং এসএম মইনুল হোসেন, জুমায়রা হোল্ডিংস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রকৌশলী এএম সরোয়ার কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।