ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রীয় ব্যাংকের ডিএমডি হলেন ১০ জিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
রাষ্ট্রীয় ব্যাংকের ডিএমডি হলেন ১০ জিএম

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের ১০ জন মহাব্যবস্থাপককে (জিএম) পদোন্নতি দিয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের জিএম সরদার নুরুল আমীনকে একই ব্যাংকের ডিএমডি; জনতা ব্যাংকের জিএম মো. নাজিম উদ্দিন ও মোহাম্মদ হেলাল উদ্দিনকে একই ব্যাংকের ডিএমডি; জনতা ব্যাংকের জিএম এসএসএম কামালকে আইসিবির ডিএমডি; অগ্রণী ব্যাংকের জিএম রফিকুল আলমকে বিডিবিএল’র ডিএমডি; অগ্রণী ব্যাংকের জিএম মশিউর আলীকে একই ব্যাংকের ডিএমডি; সোনালী ব্যাংকের জিএম আমিন উদ্দিন আহমেদ ও তারিকুল ইসলাম চৌধুরীকে একই ব্যাংকের ডিএমডি; জনতা ব্যাংকের জিএম মাহতাব জাবিনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি ও জনতা ব্যাংকের জিএম মো. নজরুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।