ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উইন্ডমিলের উদ্যোগে ডিসেম্বরে আবারও হোমফেস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
উইন্ডমিলের উদ্যোগে ডিসেম্বরে আবারও হোমফেস্ট ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত বছরের সফল আয়োজনের পর এ বছরও ‘হোমফেস্ট ঢাকা ২০১৬’ আয়োজন করছে উইন্ডমিল এডভারটাইজিং। আগামী ২-৩ ডিসেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) গুলনকশা হলে এ হোমফেস্ট অনুষ্ঠিত হবে।

মূল আয়োজনের আগে তরুণ এবং উদীয়মান ডিজাইনারদের জন্য ‘হোমফেস্ট ঢাকা’র আয়োজকরা দেশজুড়ে আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী ‘ইন্টেরিয়র ডিজাইন কম্পিটিশন-২০১৬’। সম্প্রতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কম্পিটিশনের বিস্তারিত তুলে ধরা হয়।

এতে বলা হয়, কম্পিটিশনে সেরা ডিজাইন এবং সেরা দলের জন্যে থাকছে নগদ ছয় লাখ টাকা পুরস্কার। দুই ধাপের এই প্রতিযোগিতার প্রথম ধাপে আঠারো জন ডিজাইনারকে বেছে নেওয়া হবে এবং তাদের দ্বিতীয় ধাপে তিনটি দলে ভাগ করা হবে।  

প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার আগে মনোনীত প্রতিযোগীদের হোম ডেকোরের এক্সপার্ট এবং ব্র্যান্ড টিমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে।  

এ ধাপে প্রত্যেক দলকে একটি সুর্নিদিষ্ট থিম ঠিক করতে হবে, যেখানে নিম্নলিখিত ছয়টি কক্ষ থাকা আবশ্যক: মাস্টার বেড, লিভিং রুম, ডাইনিং রুম, কিডস বেড, টয়লেট এবং কিচেন। মূল আয়োজনে ফাইনালিস্টদের থিমভিত্তিক ফ্ল্যাট তৈরি করতে হবে। সেরা থিমের জন্যে থাকছে নগদ তিন লাখ টাকা পুরস্কার এবং প্রত্যেক সেরা কক্ষের জন্যে থাকছে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার।   

কম্পিটিশনের বিষয়ে জানাতে ‍আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন উইন্ডমিল এডভার্টাইজিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উইন্ডমিল এডভার্টাইজিং লিমিটেডের চেয়ারম্যান রাশিদ খান, আম্বার গ্রুপের ডিরেক্টর অব অপারেশন এ. বি. এম সাইফুল হক মাসুদ, সুপার স্টার গ্রুপের মার্কেটিং বিভাগের প্রধান আফতাব মাহমুদ খুরশিদ, হাতিল ফার্নিচার এর মার্কেটিং বিভাগের প্রধান ফিরোজ আল মামুন, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার এ. কে. এম সাদেক নওয়াজ এবং ট্যাপারওয়ার এর হেড অব সেলস সোনিয়া শহীদ।  

সাব্বির রহমান তানিম বলেন, “গতবারের  অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের প্রতিভা এবং সম্পদের কোনো অভাব নেই, দরকার শুধু একটা কমন প্লাটফর্মের, যেখানে প্রতিভাবান তরুণেরা তাদের সৃষ্টিশীল কাজ প্রদর্শনের সুযোগ পাবেন; উইন্ডমিল এডভার্টাইজিং লিমিটেডের লক্ষ্য সেই প্লাটফর্মটা তৈরি করা। ”

এই আয়োজনের সঙ্গে থাকছে বার্জার পেইন্টস, এসএসজি, হাতিল ফার্নিচার, আম্বার বোর্ডস, ট্যাপারওয়ার এবং আরও কিছু প্রতিষ্ঠান।    

‘হোমফেস্ট ঢাকা ২০১৬’ প্রতিযোগিতায় অংশ নিতে এবং বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.homefestdhaka.com অথবা www.facebook.com/homefestdhaka ওয়েবসাইটে।

বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।