ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝাঁঝ কমেছে পেঁয়াজের, ঝাল বেড়েছে আদার

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ঝাঁঝ কমেছে পেঁয়াজের, ঝাল বেড়েছে আদার

ঢাকা: গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আদা, চাল, দেশি মুরগির দাম কিছুটা বাড়লেও বয়লার মুরগি, পেঁয়াজ, কাঁচা মরিচসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম কমেছে।
 
শনিবার (০১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী, সেগুনবাগিচা, শান্তিনগর ও মোহাম্মদপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।


 
উল্টো চিত্র সবজির বাজারে। স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। দাম কমেছে বড় মাছ, গরুর মাংস। চাহিদা বেশি থাকায় বেড়েছে ছোট ও নদীর মাছের দাম।
 
বাজার ঘুরে দেখা যায়, আদা গত সপ্তাহে আকার ৮৫ থেকে ৯০টাকা থাকলেও এ সপ্তাহে প্রায় ১০ থেকে ১৫টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০টাকায়।
 
রসুন বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে ১৮০টাকায়, আলু ২২ থেকে ২৩ টাকা। দেশি পেঁয়াজ গত সপ্তাহে ৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে কেজি প্রতি কমেছে ৫ টাকা।
 
ভারতীয় পেঁয়াজ গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা কমেছে। বয়লার মুরগি গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
 
মোহাম্মদপুর টাউন হল মার্কেটের নিউ মডার্ন বয়লার হাউজের মালিক রেজাউল করিম বাংলানিউজকে বলেন, বিক্রি কমে গেছে, সেজন্য বয়লার মুরগির দাম কমে গেছে।
 
তিনি বলেন, দেশি ও নদীর অন্য মাছের চেয়ে ইলিশের দাম কম। কিছুদিন আগে কুরবানির ঈদ গেছে। বাসায় ফ্রিজ ভর্তি মাংস। সেজন্য বিক্রি নেই বললেই চলে।
 
অপরদিকে বেড়েছে দেশি মুরগির ‍দাম। মুরগির আকার ভেদে জোড়া প্রতি বেড়েছে ৫০ থেকে দেড়শ টাকা পর্যন্ত। আকার ভেদে কিছুটা কমেছে ইলিশের দাম।
 
১ কেজি আকারের ইলিশ ১ হাজার ১০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ৭০০ টাকা, ৭০০ গ্রাম ওজনের ৬০০ টাকা, সাড়ে ৫০০ গ্রাম ওজনের দাম ৫৫০ টাকা থেকে ৫০০ টাকায়।
 
নদীর বাইলা মাছ ১০০ টাকা কমে ৪০০ টাকা, পোয়া ৫০ টাকা কমে ৩০০ টাকা, রুপচাঁদা ৫০ টাকা বেড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মাছের দাম আকার ভেদে কমেছে ৫০ থেকে ১০০ টাকা।
 
গরুর মাংস কেজি প্রতি ২০ থেকে ৩০টাকা কমে বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকায়। মরিচ কেজি প্রতি ২০টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
 
চালের দাম কেজি প্রতি বেড়েছে ১ থেকে ২ টাকা।  

নাজিরশাইল উন্নতমানের বিক্রি হচ্ছে ৫৪ টাকায়। মিনিকেট মাঝারি ৪০ থেকে ৪২ টাকা, উন্নতমানের ৪৮ থেকে ৪৯ টাকা।
 
উন্নতমানের মসুর ডাল ১৪০ টাকা। বুট ১০০ টাকা, ছোলা ৯০ থেকে ৯৫ টাকা, মুগডাল ১০০ থেকে ১১০ টাকা, আটা খোলা ২৫ টাকা, প্যাকেট দু’কেজি ৬০ টাকা।
 
স্থিতিশীল রয়েছে চিনির বাজার। বিক্রি হচ্ছে ৭০ টাকায়। তেল ৫ লিটার কোম্পানি ভেদে ৪৫০ থেকে ৪৬৫ টাকা। কিছুটা বেড়েছে লবণের দাম। চিকন লবণ ৪২ ও মোটা ২৭ টাকা।
 
কারওয়ান বাজারের চন্দ্রিমা ট্রেডার্স’র মালিক মঞ্জিল বাংলানিউজকে বলেন, কিছুদিন পর বাজারে নতুন চাল আসবে। সেজন্য চালের দাম কেজি প্রতি ১ থেকে ২ টাকা বেড়েছে।
 
হাঁসের ডিমের দাম হালি প্রতি বেড়েছে ৫ টাকা। বয়লার মুরগির ডিমের দাম ডজন প্রতি ৫টাকা কমে বিক্রি হচ্ছে ৯৫ টাকা। দেশি মুরগির দাম গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে।
 
সবজির মধ্যে পটল ৩০, গাজর ৫০, পেঁপে ২০, ঝিঙ্গা ৪০, মুলা ৪০, বরবটি ৫০, ঢেঁঢস ৫০ টাকা। সিম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
আরইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।