ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুর্নীতির মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
দুর্নীতির মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: অর্থ আত্মসাতের মামলায় হারাধন সরকার নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
রোববার (০২ অক্টোরব) দুপুরে রাজধানীর নবাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য।
 
হারাধন সরকার বর্তমানে সোনালী ব্যাংক নবাবগঞ্জ শাখায় কর্মরত।

হারাধন সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি সোনালী ব্যাংক নবাবগঞ্জ কলাকোপা শাখায় কর্মরত থাকা অবস্থায় ৪৬টি ভুয়া প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে ঢাকা জেলা পরিষদের ৪৮ লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ কর‍া হয়।

এ ঘটনায় জড়িত তিনিসহ ১২ জনের বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর নবাবগঞ্জ থানায় মামলা করে দুদক। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
টিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।