ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ, হতদরিদ্র ১২.৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ, হতদরিদ্র ১২.৯

ঢাকা: বাংলাদেশে হতদরিদ্রের হার কমে হবে ১২.৯ শতাংশ। যা ২০১১ সালে ছিলো ১৭.৫ শতাংশ।

২০১৫ সালে এ হার ছিল ১৩.৮ শতাংশ। ২০১৪ সালে ছিল ১৪.৭ শতাংশ।

সোমবার (০৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শেরে-বাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

এসময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পারালকার,  জনসংযোগ কর্মকর্তা মেহরীন-ই মাহবুব।

প্রতিবেদনের সার্বিক বিষয় তুলে ধরেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।  

তিনি বলেন, চলতি অর্থবছর শেষে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ। তবে সরকারের প্রাক্কলন ছিল ৬.২ শতাংশ। জিডিপি’র প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়লে হতদরিদ্র কমবে ১.৫ শতাংশ। জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে এসেছে হতদরিদ্রের হারও।
 
প্রতিবেদনে দেখা গেছে, ২০০৫ সালে হতদরিদ্রের হার ছিল ৪৩.৩ শতাংশ। ২০১১ সালে তা কমে এসেছে ১৭.৫ শতাংশ। বাংলাদেশের সার্বিক অর্থনীতির পরিস্থিতি বিবেচনা করে ২০১০ সালকে ভিত্তি বছর ধরে হতদরিদ্রের প্রাক্কলন করেছে সংস্থাটি।
 
এতে দেখা গেছে, ২০১১ সালে হতদরিদ্রে হার ছিল ১৭.৫, ২০১২ সালে ছিল ১৬.৪ এবং ২০১৩ সালে ছিল ১৫.৫ শতাংশ।  

চিমিয়া ফান বলেন, হতদরিদ্র কমানোর ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসার দাবিদার। কর্মসংস্থানের নানা সুযোগে কমেছে হতদরিদ্র। যেভাবে দেশের অগ্রগতি হচ্ছে এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে দেশে হতদরিদ্রের হার হবে মাত্র ৩ শতাংশ।
 
তিনি আরও বলেন, নানা ধরনের উন্নয়ন দক্ষতা, অর্থনৈতিক সুষম বন্টন, লিঙ্গ বৈষম্য, সফল পরিবার পরিকল্পনার সুফল বয়ে আনছে হতদরিদ্র কমার ক্ষেত্রে।  
  
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬/আপডেট: ১৪৩৭ ঘণ্টা
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।