ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর): শারদীয় দুর্গা পূজা ও আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

শুক্রবার (০৭ অক্টোবর) সকাল থেকে এ বন্দর দিয়ে  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব মো.শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আটদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আগামী শনিবার (১৫ অক্টোবর) থেকে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।