ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্যাটেল অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংকের এমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
প্যাটেল অ্যাওয়ার্ড পেলেন ইসলামী ব্যাংকের এমডি

ঢাকা: ভারতের ‘সরদার প্যাটেল অ্যাওয়ার্ড ২০১৬’ পেলেন বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান।

 

শুক্রবার (০৭ অক্টোবর) গুজরাটে আয়োজিত দুই দিনব্যাপী ফার্স্ট ওয়ার্ল্ড ইকোনোমিক অ্যান্ড স্পোর্টস কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের মহারাজা সায়াজিরাও  ইউনিভার্সিটি অব বারোদার চ্যান্সেলর রাজমাতা শুভাঙ্গিনি রাজে গায়েকওয়াডের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর পরিমল এইচ ভিয়াস, গ্রিন অস্কার অ্যাওয়ার্ড বিজয়ী শ্রী ডি টি বারকি ও অক্ষয় পত্র ফাউন্ডেশনের প্রেসিডেন্ট স্বামীজী জগন্মোহন কৃষ্ণ দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।