ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
কর বাড়ানোর প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: হোল্ডিংসহ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিভিন্ন কর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা।

মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় শনিবার (৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী নেতারা বলেন, সিটি করপোরেশন অযৌক্তিকভাবে কখনো হোল্ডিং কর, কখনো বাণিজ্যিক কর, আবার কখনো ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড-বিলবোর্ডের কর বাড়িয়ে দিচ্ছে। এসব হঠকারী সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। দীর্ঘ দিন যাবৎ বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানানো হলেও তা কানে তুলছে না রাসিক।

তারা আরও বলেন, ইতোমধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ওপর করপোরেশন যে হারে কর আরোপ করেছে, তাতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে বর্ধিত হোল্ডিং কর ও সাইন বোর্ডের প্রত্যাহার, ট্রেড লাইসেন্স ফি সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান।

কর্মসূচিতে ‍আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক সেকান্দার আলী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি বক্তব্য রাখেন।

এছাড়াও সাধারণ মানুষসহ শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসএস/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।