ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিরপুর-১১’তে ‘স্বপ্ন’র ৫৫তম আউটলেট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, অক্টোবর ৮, ২০১৬
মিরপুর-১১’তে ‘স্বপ্ন’র ৫৫তম আউটলেট

ঢাকা: রাজধানীর মিরপুর সেকশন ৬, সেকশন ৭, সেকশন ১১ ও এর আশেপাশের এলাকার ভোক্তাদের কথা মাথায় রেখে ‘স্বপ্ন’ পরিবারে যুক্ত করা হয়েছে ৫৫তম আউটলেট।

মিরপুর সেকশন-১১’তে ‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ -স্লোগান নিয়ে স্বপ্নের নতুন এই আউটলেটটি শুক্রবার (৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার উদ্বোধন করেন।

শনিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) অপারেশনস ডিরেক্টর আবু নাসের বলেন, ‘স্বপ্ন’ সব সময়ই সামগ্রিকভাবে দেশের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত থেকে উন্নততর করতে কাজ করে যাচ্ছে। তাই উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলদেশেও নাগরিক জীবনের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে ‘স্বপ্ন’ সেরা দামে সেরা পণ্য এবং সেবার নিশ্চয়তা নিয়ে ছড়িয়ে পড়ছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।