ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে বিল পরিশোধে মার্কেন্টাইল ব্যাংক ও বিটিসিএল এর চুক্তি

অর্থনীতি-ব্যবসা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
অনলাইনে বিল পরিশোধে মার্কেন্টাইল ব্যাংক ও বিটিসিএল এর চুক্তি

ঢাকা: গ্রাহকদের অনলাইনে টেলিফোন সম্পর্কিত সব ধরনের বিল পরিশোধের সুযোগ করে দিতে সম্প্রতি চুক্তি স্বাক্ষর হয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর মধ্যে।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মসিহুর রহমান এবং বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে বিটিসিএল-এর গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর সকল শাখায় অনলাইনে টেলিফোন সম্পর্কিত সবধরনের বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছমাইল এবং জি. ডব্লিউ. এম. মোর্তজা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন, শামীম আহমেদ এবং এ.কে.ম. আতিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও উত্তরা শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ এবং বিটিসিএল-এর মেম্বার (ফাইনান্স) ড. মোঃ আবু সাইদ খান, এফসিএ, মেম্বার (মেইনটেনেন্স এন্ড অপারেশনস) মাউদুদুল হক, জেনারেল ম্যানেজার খান আতাউর রহমান, পরিচালক (ফাইনান্স) মাজহারুল ইসলাম, পরিচালক (রাজস্ব-১) মোঃ মাসুদ হাসান, পরিচালক (রাজস্ব-২) শওকত আলী মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।