ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার...

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী তিন বছরের জন্য মনিরুজ্জামানকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনরের শুন্য পদ পূরণের লক্ষ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পিআরএল সমর্পণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর ১০ (৪) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর হিসেবে তিন বছরের নিয়োগ দিতে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।
 
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় চলতি বছরের ১৫ মার্চ গর্ভনর ড. আতিউর রহমানের পদত্যাগের পর আবুল কাশেম, ও নাজনীন সুলতানাকে অপসারণ করা হয়।
 
দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়ার পর ‘সার্চ কমিটি’ গঠন করে সরকার। পাঁচ সদস্যের এ কমিটির প্রধান করা হয় পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমানকে।
 
অন্য সদস্যদের মধ্যে ছিলেন, গভর্নর ফজলে কবির, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) কে এস মুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদ বখত এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস।
 
এ কমিটির দেওয়া নাম নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার তদন্তের পর আবারও নতুন করে নাম পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। সেখান থেকে এস এম মনিরুজ্জামানের নিয়োগ চূড়ান্ত করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
 
মঙ্গলবার যোগাযোগ করা হলে এস এম মনিরুজ্জামান বলেন, আমি একটি মিটিংয়ে আছি। বের হয়ে কথা বলবো।
 
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরির পর আতিউর রহমান পদত্যাগ করেন। পরে দুই ডেপুটি গর্ভনরকে অপসারণ করা হলেও নিয়োগ দেওয়া হলো একজনকে। এখন খালি থাকলো আরও একটি ডেপুটি গর্ভনরের পদ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬/আপডেট ১৩৫৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।