ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের সাফল্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের সাফল্য

নাইজেরিয়ায় লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আফ্রিকাবাসীর মন কেড়েছে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য।

ঢাকা: নাইজেরিয়ায় লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আফ্রিকাবাসীর মন কেড়েছে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য। মেলায় অনেকেই ওয়ালটন পণ্যের পরিবেশক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের স্পট অর্ডার।

দশ দিনব্যাপী লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হয় গত ১৩ নভেম্বর। আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ এ মেলায় বাংলাদেশে থেকে প্রথমবারের মতো অংশ নেয় ওয়ালটন।

মেলায় ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন, ব্লেন্ডার, ইনডাকশন কুকার, এলইডি বাল্বসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস প্রদর্শিত হয়।

চলতি বছরের প্রথম দিকেই সনক্যাপ (স্ট্যান্ডার্ড অরগানাইজেশন অব নাইজেরিয়া কনফরমিটি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম) এর সনদ অর্জন করে ওয়ালটন। এবার আফ্রিকার বাজারে সরাসরি পণ্য প্রদর্শনের মাধ্যমে ওয়ালটন অর্জন করলো আফ্রিকাবাসীর আস্থা।

ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের অংশগ্রহণ ফলপ্রসূ হয়েছে। ওয়ালটন পণ্যের উচ্চ গুণগতমান, সাশ্রয়ী মূল্য আফ্রিকাবাসীর প্রশংসা পেয়েছে।

ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রধান রকিবুল ইসলাম রাকিব বলেন, ১৮ কোটিরও বেশি মানুষের দেশ নাইজেরিয়া সম্ভাবনাময় এক বিশাল বাজার। এখান থেকে বেনিন, টোগো, ক্যামেরুন, ঘানা, চাঁদ, মালি, উগান্ডা ও বুরকিনা ফাসোতেও বাজার সম্প্রসারণ সহজ হবে।

নাইজেরিয়ায় ওয়ালটন পরিবেশক নুনে ডেভিড জানান, সেখানে প্রতিদিনই ওয়ালটন পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ছে। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ওয়ালটনের সাব-ডিলার হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।