ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘পাটে বাড়তি শুল্ক দুঃখজনক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
‘পাটে বাড়তি শুল্ক দুঃখজনক’ ছবি: আনোয়ার হোসেন রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের পাটের ওপর ভারতের বাড়তি শুল্ক আরোপ দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ঢাকা: বাংলাদেশের পাটের ওপর ভারতের বাড়তি শুল্ক আরোপ দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে একথা বলেন তিনি।

তোফায়েল বলেন, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু দেশ। তাদের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ করতে হবে। আমাদের দেশের পাটের ওপর আরোপ করা বাড়তি শুল্ক প্রত্যাহার করলে বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে। কেননা এই বাড়তি শুল্ক আরোপ বাংলাদেশের জন্য দুঃখজনক।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা ব্যবসা খাতে উন্নতি করতে চাই। এজন্য ভারতকে সুসম্পর্ক বজায় রাখতে সচেতন থাকতে হবে। শুধু তাই নয়, ভারত অনেক বড় একটি দেশ। তাই ভারতকে আমাদের পাশে এগিয়ে আসতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা দিয়ে এটাকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। এছাড়া আমাদের দেশে যেসব পাট শিল্প কারখানা বন্ধ রয়েছে সেগুলোও নতুন করে খোলার চিন্তা ভাবনা করছে সরকার।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের তৈরি পোশাক শিল্প থেকে আমরা অর্জন করব ৫০ বিলিয়ন ডলার। এছাড়া আমাদের পাট বিশ্ববাজারে সমাদৃত। তাই আমরা এই পাটজাত শিল্পকে আরও বেশি বিকশিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম,বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনির চৌধুরী, ভারতের জেপিআইএ এর চেয়ারম্যান সন্দিপ শারাফ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কর্মাস বাংলাদেশের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান হুসাইন খালিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসজে/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।