ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অগ্রণী ব্যাংকের মাসব্যাপী গ্রাহকসেবা কর্মসূচি উদ্ধোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
অগ্রণী ব্যাংকের মাসব্যাপী গ্রাহকসেবা কর্মসূচি উদ্ধোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় অগ্রণী ব্যাংক থানা রোড শাখার উদ্যোগে মাসব্যাপী গ্রাহকসেবা, ঋণ আদায় ও রেমিটেন্স আহরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের উত্তর অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হাসেম।

বগুড়া: বগুড়ায় অগ্রণী ব্যাংক থানা রোড শাখার উদ্যোগে মাসব্যাপী গ্রাহকসেবা, ঋণ আদায় ও রেমিটেন্স আহরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের উত্তর অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হাসেম।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের থানা রোড শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ, ব্যাংক কর্মকর্তা মো. রেজাউল করিম সবুজ, মো. আব্দুল হাকিম, মো. নজরুল ইসলাম, মো. আনোয়ার সাদাতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।