ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠান বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠান বাতিল

প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পুরস্কৃত করার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ঢাকা: প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পুরস্কৃত করার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে দুই ক্যাটাগরিতে ২২ জন কর্মকর্তাকে পুরস্কার হিসেবে পদক দেওয়ার কথা ছিল।

২০১৫ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় সিদ্ধান্ত মোতাবেক এসব কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে পদক দেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে এই পদক তৈরির দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু অনুষ্ঠান শুরুর আগে তৈরিকৃত স্বর্ণ পদকগুলো ২১ ক্যারেট মানের সোনার বলে ধরা পড়ে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ছিল এগুলো ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি করতে হবে। তবে রূপার পদকগুলো ঠিক আছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর গভর্নরের নজরে এলে তিনি অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন এবং তদন্ত কমিটি গঠন করে দেন।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী বাংলানিউজকে বলেন, পদক তৈরিতে কোনো ধরনের অনিয়ম হয়নি। ২২ ক্যারেট মানের স্বর্ণের বদলে ২১ ক্যারেট দিয়ে তৈরি হয়েছে। তবে প্রতিটি পদকের ওজন ১২ গ্রাম হওয়ার কথা থাকলেও ওজন হয়েছে প্রায় ১৩ গ্রাম।

২২ জন কর্মকর্তার মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে যে পাঁচজনকে স্বর্ণ পদক দেওয়ার কথা ছিল তারা হলেন- নাজিম উদ্দিন (যুগ্ম পরিচালক),  রণজিৎ কুমার রায় ( যুগ্ম পরিচালক), প্রদীপ পাল ( যুগ্ম পরিচালক), মাসুমা বেগম (সিস্টেমস এনালিস্ট) ও আশ্রাফুল আলম (ডিজিএম)।

তাদের স্বর্ণপদকের বাইরে ‘বি’ ক্যাটাগরিতে ১৭ জন কর্মকর্তাকে ১০ গ্রাম ওজনের ‘রৌপ্য পদক’ এবং ২৫ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।