ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বরে বিভাগীয় পর্যায়ে বিম‍া মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ডিসেম্বরে বিভাগীয় পর্যায়ে বিম‍া মেলা

রাজধানীতে জাতীয় বিমা মেলা আয়োজনের পর এবার বিভাগীয় পর্যায়ে ‘বিমা মেলা’ শুরু করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ডিসেম্বরে রাজশাহী বিভাগের বিমা মেলা শুরু হচ্ছে। এরপর পর্যায়ক্রমে বাকি সবকয়টি বিভাগে বিমা মেলা করা হবে।

ঢাকা: রাজধানীতে জাতীয় বিমা মেলা আয়োজনের পর এবার বিভাগীয় পর্যায়ে ‘বিমা মেলা’ শুরু করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ডিসেম্বরে রাজশাহী বিভাগের বিমা মেলা শুরু হচ্ছে।

এরপর পর্যায়ক্রমে বাকি সবকয়টি বিভাগে বিমা মেলা করা হবে।

আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই মেলার প্রধান লক্ষ্য সাধারণ মানুষকে বিমা সর্ম্পকে সচেতন কর‍া ও বিমা সর্ম্পকে সবাইকে প্রশিক্ষণ দেওয়া। বিভাগীয় পর্যায়ে মেলার পর আগামী বছরের মধ্যে দেশের সব জেলায় মেলা আয়োজিত হবে। এরপর ২০১৮ সালের মধ্যে প্রতিটি উপজেলায় বিমা মেলা হবে। প্রতিটি বিভাগের সার্কিট হাউজে মেলা অনুষ্ঠিত হবে। এতে কোম্পানিগুলোর স্টল থাকবে। থাকবে বিভিন্ন সেমিনার। বিশেষ ছাড়ের মধ্যে দিয়ে পলিসি করা হবে।

এ বিষয়ে আইডিআরএ‘র সদস্য আব্দুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, মানুষের কল্যাণ ও দুর্দিনের বন্ধুও বিমা। এর মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার সহায়তা দেওয়া হয়। তাই প্রবিধানের আলোকে দেশের সব মানুষকে বিমা সর্ম্পকে জানাতে ও সচেতন করতে বিভাগীয় পর্যাযে বিমা মেলা করা হবে।

বিমা সম্পর্কে মানুষের ভুলধারণা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সূত্র জানায়, ‘নিরাপদ ভবিষ্যতের জন্য বিমা’ প্রতিপাদ্যে চলতি বছরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘বিমা মেলা ২০১৬’ অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী প্রমুখ। মেলায় দ্বিতীয় ও তৃতীয় দিন বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬‍ৎ
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।