ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রত্যেক নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
প্রত্যেক নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বিজনেস স্কুলের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাক: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বিজনেস স্কুলের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউআইটিএসর প্রতিষ্ঠাতা, বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ দেশের প্রত্যেকটি নারীকেই উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। ব্যবসা তথা যে কোনো মহৎ উদ্যোগে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই- এ সত্য আজ সুপ্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, প্রত্যেক মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করছে, তার ওপর নির্ভর করে তার জীবনের সফলতা। জীবনে সফল হতে হলে একই সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সততা। আর একজন মানুষ যখন এসকল গুণাবলী অর্জন করে তা পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হন, তখনই তার জীবনে উন্নতি ঘটে এবং তার অভিষ্ঠ লক্ষে সে পৌঁছে যায়। আর এ অভিষ্ট লক্ষে পৌঁছে দিতে এবং সুদক্ষ ও সফল মানুষ করে গড়ে তুলতে ইউআইটিএস অল্প খরচে দেশের সন্তানদের শিক্ষা দান করে আসছে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে।

তিনি উল্লেখ করেন যে, ইতিহাসে অন্যতম সফল নারী উদ্যোক্তা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা (রা:)। তিনি আরবের একজন শ্রেষ্ঠ সফল ব্যবসায়ী ছিলেন।

বিশেষ অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেন, সুশাসনের ফলে যে কোনো ধরনের প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সুফল পাওয়া যায় এবং কাজের প্রতিটি পর্যায়ে গতিশীলতা সৃষ্টি হয়। স্বচ্ছতা, দায়িত্ববোধ, জবাবদিহিতা, অংশগ্রহণ এবং সংবেদনশীলতার ক্ষেত্রেও লক্ষণীয় উন্নতি সাধিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী, নারী উদ্যোক্তা, মানবাধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজনেস স্কুলের ডিন ও ইউআইটিএস-এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ, বিজনেস বিভাগের বিভাগীয় প্রধান ফারহানা রহমান, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, সকল ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগন।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।