ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ দিনে আইসিসিবিতে জমে উঠেছে লিফট মেলা

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
শেষ দিনে আইসিসিবিতে জমে উঠেছে লিফট মেলা ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এস্কেলেটর ও এলিভেটর শিল্পের বিকাশের লক্ষ্যে ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে লিফট মেলা। আর এ মেলার শেষ দিনে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) মেলা প্রাঙ্গণ।

আইসিসিবি লিফট মেলা ঘুরে: এস্কেলেটর ও এলিভেটর শিল্পের বিকাশের লক্ষ্যে ঢাকায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে লিফট মেলা।

আর এ মেলার শেষ দিনে ক্রেতা-বিক্রেতার সমাগমে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) মেলা প্রাঙ্গণ।

শুক্রবার (১৮ নভেম্বর) মেলা প্রাঙ্গণে গিয়ে এমনটাই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়,  মেলায় এস্কেলেটর ও এলিভেটর, খুচরা যন্ত্রাংশ, এলিভেটরের দরজা, গতি নিয়ন্ত্রক ও বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শন করছে সংশ্লিষ্ট উৎপাদক প্রতিষ্ঠান।
 
‘গ্লোবাল লিফট অ্যান্ড এক্সেলেটর এক্সপো’ শীর্ষক এ মেলায় আমেরিকা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, কোরিয়া, চীন, স্পেন, তুরস্ক, ভারত, মালয়েশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং গ্রিসের বিশ্বখ্যাতসহ মোট ৫৫টি উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
   
মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের স্টলকে দৃষ্টিনন্দন করে সাজিয়েছে। তুলে ধরা হচ্ছে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন লিফট কিংবা এক্সেলেটর।

আগ্রহী ক্রেতা-দর্শনার্থীদের নিজেদের পণ্য সম্পর্কে বিস্তারিত পরামর্শ ও জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন স্টলে কর্মরতরা।

এসময় পণ্যের বাহারী গুণাগুনের কথাও বলছেন তারা। সঙ্গে জানিয়ে দিচ্ছেন, নিজের বিশ্বস্ততার কথাও।

লিফট মেলায় এসেছেন ব্যবসায়ী জহিরুল ইসলাম। বাড়ি নির্মাণ করছেন তিনি। মেলার কথা শুনে ছুটে এসেছেন বিভিন্ন ধরনের লিফট দেখতে। দেখে-শুনে নিজের পছন্দের লিফটটি কিনবেন তিনি।

বাংলানিউজকে তিনি বলেন, ‘লিফট প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কেননা এখন প্রায় প্রত্যেক বাড়িতেই লিফট থাকে। ’

‘আমরাও লিফট ব্যবহার করতে চাই। সেজন্যে একটি ভালোমানের লিফট দেখতে এসেছি। যেটা দামেও সাশ্রয়ী হবে। ’

তিনি বলেন, ‌‘ঘুরে ঘুরে দেখছি। পছন্দ হলেই অর্ডার করে যাবো একেবারে। ’

মেলায় কোনে’র লিফট বিষয়ে টার্নার গ্রাহামস বাংলাদেশ লিমিটেডের পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ফারিয়া শামরীন নিজাম বাংলানিউজকে বলেন, ফিনল্যান্ডের বিখ্যাত একটি ব্র্যান্ড কোনে। আর ফিনল্যান্ড থেকে পণ্যটি আমদানি করছে টার্নার গ্রাহামস বাংলাদেশ লিমিটেড। মেলায় কোনে লিফটের মোটর, ডোর অপারেটর, লিফট কেবিনের বিভিন্ন উপাদান ও ডিজাইন প্রদর্শিত হচ্ছে।

‘শুধু তাই নয়, কোনে লিফট বিশ্বব্যাপী একটি উন্নত ব্র্যান্ড হিসেবেও বিশ্বে সমাদৃত। ’
তিনি বলেন, ‘কোনে ব্র্যান্ডের লিফটে সর্বোৎকৃষ্টমানের মোটর ও ডোর অপারেটর সিস্টেম ব্যবহার করা হয়। এ লিফটে বিদ্যুৎ খরচ অন্যান্য যে কোনো লিফটের চেয়েও ৬০ শতাংশ কম।

‘বিশ্বের বিভিন্ন দেশে বহুতল ভবনে কোনের লিফট ব্যবহার করা হচ্ছে। ১৯১০ সালে প্রতিষ্ঠিত কোম্পানি সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। ’

মেলায় গ্লোবাল লিফট, জিওয়েল, সাংঘাই গুডগো, সাংডং বোল্ট, রোজ মাউন্ট, ইউরো, বিডি লিফট, জায়ান্ট, সিগমা, মুভি, হরিজন, জেনারেল, ক্রিয়েটিভসহ স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান তাদের লিফট ও অন্যান্য পণ্য প্রদর্শন করছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।