ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দারিদ্র্য বিমোচনে এডিবি’র ১৩০০ কোটি টাকার ঋণ অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
দারিদ্র্য বিমোচনে এডিবি’র ১৩০০ কোটি টাকার ঋণ অনুমোদন

প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি ও গ্যাস সরবরাহ কাঠামো সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে ১৩২১ কোটি টাকা (১৬৭ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলমেন্ট ব্যাংক (এডিবি)।

ঢাকা: প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি ও গ্যাস সরবরাহ কাঠামো সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে ১৩২১ কোটি টাকা (১৬৭ মিলিয়ন ডলার) ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলমেন্ট ব্যাংক (এডিবি)।

রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের প্রধান গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি এবং গ্যাস সরবরাহ সম্প্রসারণ বিষয়ক অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় প্রকল্প হিসেবে এডিবি এ ঋণ অনুমোদন দেয়।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এ প্রকল্পে এডিবির সহায়তায় আরও প্রায় ৪৭৫ কোটি টাকা (৬০ মিলিয়ন ডলার) ঋণ সহায়তা দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে।

এডিবি জনায়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বাড়ছে। কিন্তু বিদ্যুৎ উৎপদনের জন্য অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ চাহিদামাফিক হচ্ছে না। ফলে তেল এবং ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি নির্ভরশীল হতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।