ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: বেজা-ওমেরার মধ্যে সমঝোতা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
মিরসরাই অর্থনৈতিক অঞ্চল: বেজা-ওমেরার মধ্যে সমঝোতা

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এলপিজি ইমপোর্ট টার্মিনাল অ্যান্ড রিফর্মিং প্রসেস ইউনিট স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

ঢাকা: মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এলপিজি ইমপোর্ট টার্মিনাল অ্যান্ড রিফর্মিং প্রসেস ইউনিট স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বেজা’র পক্ষে সচিব মোহাম্মদ আইয়ুব এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. টিপু সুলতান সমঝোতা স্মরকে সই করেন।

সমঝোতা সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।

এ সময় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এলপিজি ইমপোর্ট টার্মিনাল অ্যান্ড রিফর্মিং প্রসেস ইউনিট স্থাপনের লক্ষে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের অনুকূলে ২শ’ একর জমি লিজ প্রদান সংক্রান্ত সমঝোতা সই হয়।

পবন চৌধুরী বলেন, মিরসরাইকে একটি পরিকল্পিত শিল্প শহরে পরিণত করতে কাজ করছে বেজা। মোট ৩০ হাজার একর জমির ওপর নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে সর্বাধুনিক সুবিধা নিশ্চিত করতে দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সঙ্গে সমঝোতা করা হয়েছে।

অনুষ্ঠানে বেজার মহাব্যবস্থাপক মোশতাক হাসান, নির্বাহী সদস্য মোহাম্মাদ আব্দুস সামাদ, হরিপ্রসাদ পাল ও ওমেরার ব্যবস্থাপনা পরিচালক আসিফ মালিক, মাসুদুর রহমান, সামস উদ্দিন, মমিনুর রহমান ও তানজিম চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।