ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএফআইসি ব্যাংকের ‘আমার অ্যাকাউন্ট’র উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
আইএফআইসি ব্যাংকের ‘আমার অ্যাকাউন্ট’র উদ্বোধন

‘সুবিধা যেমনই চাই, হিসাব একটাই’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আইএফআইসি ব্যাংকের গ্রাহকবান্ধব ওয়ান স্টপ সার্ভিস ‘আমার অ্যাকাউন্ট’।

ঢাকা: ‘সুবিধা যেমনই চাই, হিসাব একটাই’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আইএফআইসি ব্যাংকের গ্রাহকবান্ধব ওয়ান স্টপ সার্ভিস ‘আমার অ্যাকাউন্ট’।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর পল্টন এলাকায় আইএফআইসি টাওয়ারে ‘আইএফআইসি আমার অ্যাকাউন্ট’-এর লোগো উন্মোচন করা হয়।

এসময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ্ এ সারওয়ারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহ্ এ সারওয়ার বলেন, দেশের ব্যাংকিং ইতিহাসে আইএফআইসি’র প্রথম গ্রাহকবান্ধব ওয়ান স্টপ সার্ভিস আমার অ্যাকাউন্ট। এটি একাধিক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সামলানোর ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দেবে। আরও থাকছে সঞ্চয় অর্থ থেকে দৈনিক মুনাফা, সীমাহীন লেনদেন সুবিধা এবং প্রয়োজনে তাৎক্ষণিক সাশ্রয়ী ঋণের ব্যবস্থা। সরকারি চাকরিজীবীর‍া মাত্র ১ ঘণ্টায় পাবেন বিশেষ ঋণ সুবিধা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসই/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।