ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগবান্ধব দেশ গড়তে কাজ করছে এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বিনিয়োগবান্ধব দেশ গড়তে কাজ করছে এনবিআর

ডিজিটাল বাংলাদেশ তথা বিনিয়োগবান্ধব দেশ গড়তে এনবিআর কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

ঢাকা: ডিজিটাল বাংলাদেশ তথা বিনিয়োগবান্ধব দেশ গড়তে এনবিআর কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বুধবার (২৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে বেসরকারি এফএম কেন্দ্রগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


 
চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দেশে একটি ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় প্রয়াস চালাচ্ছে। এজন্য রাজস্ব সংশ্লিষ্ঠ সব সংবাদ গণমাধ্যমে বেশি বেশি প্রচার করতে হবে।  
 
তিনি আরো বলেন, স্বনির্ভর ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় রাজস্ব বোর্ড সবার সহযোগিতায় রাজস্ব সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করদাতাবান্ধব, ব্যবসাবান্ধব, শিল্পবান্ধব এবং বিনিয়োগবান্ধব রাজস্ব প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি বেসরকারি এফএম কেন্দ্রগুলো আমাদেরকে নিয়মিত সহযোগিতা করছে।  
 
সব অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নজিবুর রহমান বলেন, রাজস্ব আহরণ কার্যক্রম জোরদারে গণমাধ্যমে ব্যাপক প্রচার চালানোসহ রাজস্ব সংগ্রহে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশীজনদের এগিয়ে আসতে হবে। এবং নিজ নিজ অবস্থান থেকে রাজস্ব বৃদ্ধি সহায়ক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
 
অন্যদিকে অনুষ্ঠানে রাজস্ব বিষয়ক প্রচারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বেসরকারি এফএম কেন্দ্রগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়। এছাড়া আয়কর প্রদানে জনসাধারণকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নির্মিত টিভিসি, বিজ্ঞাপন, নাটক ও সংবাদ বুলেটিন নিয়মিত প্রচারের আহ্বান জানানো হয়।
 
মত বিনিময় সভায় তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রতিনিধি, বেসরকারি এফএম কেন্দ্রগুলোর প্রধান নির্বাহী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।