ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন করদাতার আনাগোনা, নিজেই পূরণে আগ্রহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
নতুন করদাতার আনাগোনা, নিজেই পূরণে আগ্রহী ছবি- রানা- বাংলানিউজটোয়েন্টিফোর

মহাখালীর একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আবদুল হান্নান। স্ত্রী গাইনী বিশেষজ্ঞ রেবেকা জামিন কলাবাগান এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

ঢাকা: মহাখালীর একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আবদুল হান্নান। স্ত্রী গাইনী বিশেষজ্ঞ রেবেকা জামিন কলাবাগান এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।


 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করতে আবদুল হান্নান এসেছেন সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ এ। জানালেন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা।
 
বললেন, আমি নতুন করদাতা। দুইদিন আগে এসে রিটার্ন ফর্ম নিলাম। জেনে গেলাম কিভাবে রিটার্ন পূরণ করতে হয়, কি কি কাগজপত্র লাগবে। আজ এসে জমা দিলাম।
 
মান্নান বলেন, চিকিৎসক বন্ধুদের বেশিরভাগই আইনজীবীর মাধ্যমে জমা দিয়েছেন। আমি ভাবলাম, কর যেহেতু দেবো, নিজে পূরণ করার অভিজ্ঞতা দরকার। বাড়তি টাকা কেন খরচ করবো।
 
আমার স্ত্রীও প্রথমবারের মতো কর দিচ্ছে। গত দু’দিন চেষ্টা করে আমার স্ত্রীও নিজেই পূরণ করেছে রিটার্ন ফর্ম। জমাও দিয়েছে। কষ্ট হলেও খুবই ভালো লাগছে কর দিতে পেরে।
 
আয়কর সপ্তাহের শেষ পর্যায়ে শুধু আবদুল মান্নান আর রেবেকা জামিন নন, এমন বহু নতুন করদাতার আনাগোনা এখন সব কর অঞ্চলে। বুধবার (২৯ নভেম্বর) শেষ হচ্ছে আয়কর সপ্তাহ।
 
গুলশানের একটি হাসপাতাল থেকে কর অঞ্চল-১০ এর রিটার্ন দাখিলে এসেছেন মহিবুর রহমান। রিটার্ন পূরণ আর দাখিলে আইনজীবীর সহায়তা ছাড়া হয়রানির বর্ণনা শুনেছেন বাবার কাছে।
 
মহিবুর বলেন, বাবা বলেছেন, প্রথমবার আয়কর দিবি। যদি ভুল হয় সারাজীবন মাশুল দিতে হবে। ভাবলাম, নিজে কর দেবো, অভিজ্ঞতা দরকার। তাই নিজেই এসে পূরণ করে জমা দিলাম।
 
বাবার কথা ভুল প্রমাণিত হলো। কর্মকর্তারা খুবই সহযোগিতা করেছেন। শুধু আমি নই, সব নতুন করদাতাকে যেকোনো বিষয়ে সহযোগিতা করছেন। নতুন করদাতারা এমনটাই চাই-বললেন তিনি।
 
কর অঞ্চল-১০, ১১ ও ১৪ ঘুরে দেখা যায়, বেশিরভাগই নতুন করদাতা রিটার্ন পূরণ ও দাখিল করতে এসেছেন। অন্য করদাতাদের বেশ ভিড়ও রয়েছে।
 
কর অঞ্চল-১৪ এ ২৮ নভেম্বর সোমবার পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছে ৪ হাজার ২৪১ জনের। যার বেশিরভাগই নতুন করদাতা। এতে ৬ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৭২১ টাকা আয়কর সংগ্রহ হয়েছে।
 
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, বুধবার আয়কর সপ্তাহ শেষ হচ্ছে। আয়কর সপ্তাহে প্রতিটি কর অঞ্চলে করদাতা-সেবাগ্রহীতাদের উৎসব চলছে।
তিনি বলেন, আয়কর মেলার সব সেবা আয়কর সপ্তাহে দেওয়া হচ্ছে। এ সেবা সারাবছর চালু থাকবে। তবে এবার আয়কর রিটার্ন দাখিলের সময় কোনোভাবে বাড়ানো হবে না।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।