ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ই-টিআইএন ছাড়াও নেওয়া হচ্ছে আয়কর রিটার্ন

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ই-টিআইএন ছাড়াও নেওয়া হচ্ছে আয়কর রিটার্ন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

যেসব করদাতার ই-টিআইএন (ইলেট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) নিবন্ধন নেই সেসব করদাতাদেরও আয়কর রিটার্ন (ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী) দাখিলের সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

ঢাকা: যেসব করদাতার ই-টিআইএন (ইলেট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) নিবন্ধন নেই সেসব করদাতাদেরও আয়কর রিটার্ন (ব্যক্তি শ্রেণির আয়কর বিবরণী) দাখিলের সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  
 
ফলে বহু করদাতা রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন।

তবে, করদাতাদের রিটার্নের সঙ্গে একটি আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। পরবর্তীতে ই-টিআইএন নিবন্ধনের পর করদাতার কর সার্কেল আলাদা করা হবে।
 
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে, আগ্রহ বাড়ানো ও উৎসাহিত করতে এবং আয়কর সপ্তাহ ও আয়কর দিবস উপলক্ষে এ সুযোগ দেওয়া হচ্ছে। ফলে বহু নতুন করদাতা রিটার্ন দাখিল করছেন।
 
করদাতারা জানিয়েছেন, এ ধরনের সুযোগের ফলে বহু নতুন করদাতা রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন। ৩০ নভেম্বরের পর রিটার্ন দাখিলে বিলম্বের জন্য প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ দেওয়াসহ অনেক ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন।
 
রাজধানীর একটি সরকারি হাসপাতালের চিকিৎসক রুম্মন মাহমুদ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ই-টিআইএন গ্রহণ, আয়কর রিটার্ন দাখিল ও আয়কর প্রদান না করলে বেতন বন্ধ হয়ে যাবে। দু’দিন চেষ্টার পরও ব্যস্ততার জন্য নিতে পারেননি ই-টিআইএন, দিতে পারেননি রিটার্ন। বাধ্য হয়ে শেষদিন সেগুনবাগিচার কর অঞ্চল-১০-এ হাজির। শেষে কর্মকর্তাদের পরামর্শে আবেদনপত্র দিয়ে ই-টিআইএন ছাড়াই রিটার্ন দাখিল করলেন। প্রথমবারের মতো কর দিতে এসে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।
 
জানালেন, ভেবেছি এবার রিটার্ন দেওয়া হবে না। কিন্তু এমন সুযোগ পেয়ে খুশি ভালো লাগছে। যেকোনো সময় আমি কর অঞ্চলে এসে ই-টিআইএন করে নেবো। আয়কর সপ্তাহে এমন সুযোগের জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ।
 
কর অঞ্চল-১০ এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশ, কোনো করদাতাকে ফিরিয়ে দেওয়া যাবে না। করদাতাদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আমরা সব ধরনের সেবা দিয়ে যাচ্ছি।
 
তিনি বলেন, যাদের ই-টিআইএন নেই একটি আবেদনপত্র নিয়ে রিটার্ন নেওয়া হচ্ছে। এদের বেশিরভাগই নতুন করদাতা। পরে ই-টিআইএন করিয়ে নেওয়া হবে। প্রথমবার রিটার্ন দাখিলে এমন অনেক করদাতা এমন সুযোগ নিচ্ছেন।
 
রুম্মান মাহমুদের মতো কর অঞ্চল-১১ একইভাবে ই-টিআইএন ছাড়াই রিটার্ন জমা দিলেন ধানমন্ডি এলাকার একটি বেসরকারি কলেজের শিক্ষক সুলতান মাহমুদ। জাতীয় পরিচয়পত্রের সমস্যায় তিনি ই-টিআইএন নিবন্ধন করতে পারেননি।
 
সুলতান বাংলানিউজকে জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেছে। জিডি করেছি। এখনো নতুন এনআইডি তোলা হয়নি। ৩০ নভেম্বরের পর সময় বাড়ানো হবে না সে ভেবে এ পদ্ধতি অবলম্বন করেছি। কর অফিস সম্পর্কে যে ধারণা ছিল প্রথমবার কর দিতে এসে তা পাল্টে গেলো। শুধু আমি নই বহু করদাতাকে একইভাবে এ সুযোগ নিতে দেখা গেছে। নতুন করদাতা সৃষ্টি ও আগ্রহী করতে এ ধরনের পদক্ষেপ নিতে পারে এনবিআর।
 
৩০ নভেম্বর বুধবার আয়কর দিবস। আজই শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়। রাজধানীর অন্যান্য কর অঞ্চলে ঘুরে দেখা গেছে, ই-টিআইএন ছাড়াই আবেদনপত্র জমা দিয়ে অনেক করদাতা রিটার্ন দাখিলের সুযোগ নিচ্ছেন।
 
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আমরা সর্বত্র রাজস্ববান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। নতুন করদাতাদের আগ্রহী করতে যেকোনো পদক্ষেপ নেওয়া হবে। কর অফিসে শুধু আয়কর সপ্তাহ নয় সারাবছর এমন সুবিধা বহাল থাকবে। কর সুবিধা নিতে করদাতাদের কর অফিস এখন করদাতাদের পদচারণায় মুখর।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।