ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পায়রা বন্দরের একটি কম্পোনেন্ট নির্মাণ করবে ভারত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
পায়রা বন্দরের একটি কম্পোনেন্ট নির্মাণ করবে ভারত

পায়রা বন্দরকে বাস্তবায়নে ৯টি কম্পোনেন্টে ভাগ করেছে সরকার। এর মধ্যে একটি কম্পোনেন্ট (কন্টেইনার টার্মিনাল) নির্মাণ করবে ভারত।

ঢাকা: পায়রা বন্দরকে বাস্তবায়নে ৯টি কম্পোনেন্টে ভাগ করেছে সরকার। এর মধ্যে একটি কম্পোনেন্ট (মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল) নির্মাণ করবে ভারত।

 

ভারতীয় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজাত সাচার জানিয়েছেন, এরইমধ্যে ভারতীয় দু’টি কোম্পানি পায়রায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। একটি ভারতীয় সরকারি কোম্পানি ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল, অন্যটি বেসরকারি খাতের কোম্পানি। এ খাতে বিনিয়োগ করবে ইন্ডিয়ান এক্সিম ব্যাংক।

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে শুরু হওয়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির নৌ পরিবহন সচিব রাজীভ কুমার।

বৈঠকের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম।  

সভায় আরো অালোচনা হবে- সমুদ্রে নৌ চলাচলের ক্ষেত্রে দু’দেশের নাবিকদের সহায়তার জন্য বয়াবাতি ও বাতিঘর স্থাপন, প্রশিক্ষণ ও ব্যবহার বিষয়ে সমঝোতা, কোস্টাল ও প্রটোকল রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় সাংবাদিকদের বলেন, আমরা আলোচনা করে বিনিয়োগের পরিমাণ, মূল চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবো।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।