ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকায় রুশনারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ব্যবসা-বাণিজ্যের প্রসারে ঢাকায় রুশনারা

ঢাকায় এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী। সরকারি সফরে রোববার...

ঢাকা: ঢাকায় এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক দূত রুশনারা আলী।

সরকারি সফরে রোববার (১৮ ডিসেম্বর) তিনি ঢাকায় পৌঁছেছেন।

রুশনারা বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে জানা গেছে। সেলক্ষ্যে একাধিক বৈঠক করবেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাণিজ্য দূত হিসেবে রুশনারার এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরকালীন সময় তিনি বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, শিল্প ও বাণিজ্য নেতা, রাজনৈতিক নেতা এবং সরকারের উচ্চপদের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।