মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
হাইটেক পার্ক অনুমোদন পাওয়া জেলাগুলো হলো- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, নাটোর, গোপালগঞ্জ, ঢাকা ও সিলেট।
প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলাগুলোতে আইটি পার্ক/হাইটেক পার্ক গড়ে তোলা হবে। প্রকল্পের মোট ব্যয়ের ১ হাজার ৭শ’ ৯৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ভারতের দ্বিতীয় লাইন অব ক্রেডিট থেকে ১ হাজার ৫শ’ ৪৪ কোটি টাকা ও সরকারি তহবিল থেকে ২শ’ ৫২ কোটি ৪০ লাখ টাকার যোগান দেওয়া হবে। ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আমরা জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ডিজিটাল ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছি। একইসঙ্গে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা পর্যায়ে ১২টি আইটি পার্ক/হাইটেক পার্র্ক প্রতিষ্ঠার এ প্রকল্প অনুমোদন সেসব উদ্যোগককে গুরুত্বপূর্ণ ভিত্তি দেবে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
পিআর/জিপি/জেডএস