নরসিংদীর শিবপুর বরুইতলীতে থার্মেক্স গ্রুপ ফ্যাক্টরি কমপ্লেক্স সম্মেলন কক্ষে গত ১০ মে (বুধবার) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ প্রস্তাব অনুমোদিত হয়। নতুন অনুমোদন পাওয়া ৯টি ব্যাংকের মধ্যে শেয়ারহোল্ডারদের সবচেয়ে বেশি লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।
রোববার (১৪ মে) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, অডিট কমিটির চেয়ারম্যান এম. মোয়াজ্জেম হোসেন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমানসহ ব্যাংকের অন্য পরিচালক, বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুখ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, কোম্পানি সচিব, নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাপ্ত বছরে ব্যাংকটিতে এক টাকাও খেলাপী ঋণ নেই। আগের বছরের তুলনায় ২০১৬ সালে আমানতের ক্ষেত্রে ২৪.৫৭ শতাংশ, বিনিয়োগের ক্ষেত্রে ৩০.৪৬ শতাংশ এবং আমদানির ক্ষেত্রে ৬০.৮২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংকটি।
৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৫৬১.৬৩ কোটি টাকা, শেয়ার প্রতি এনএভি ১২.৯৬ টাকা।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসই/জেডএস