ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানে ব্যাংক খোলা ৯:৩০ থেকে ৪টা পর্যন্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
রমজানে ব্যাংক খোলা ৯:৩০ থেকে ৪টা পর্যন্ত

ঢাকা: রমজান মাসে দেশের সকল ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এই সময় নির্ধারণ করে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে। 

কর্ম দিবসে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের নামাজ বিরতি পাবেন।  

শুক্র ও শনিবারগুলো ব্যাংকগুলোতে সাপ্তাহিক ছুটি অব্যাহত থাকবে।

 

ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও রমজান মাসের অফিস সময়সূচি একই রকম থাকবে।  
 
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম-পরিচালক ইফতেখার উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।  
 
রমজানের পর আর্থিক প্রতিষ্ঠানসমুহের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
 
ব্যাংকের অফিস সময়সূচির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলানিউজকে বলেন,  ব্যাংকগুলোতেও সাড়ে ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত হবে। তবে ব্যাংকের আদেশটি এখনো অনুমোদন হয়নি। বৃহস্পতিবার নাগাদ হবে।  
  
বাংলাদেশ সময় ১৮৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
এসই/এমএমকে

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।