সোমবার (২২ মে) দুপুর থেকে মাছ রফতানি কার্যক্রম শুরু হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান।
তিনি জানান, দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ হাজার ২০০ কেজি বিভিন্ন ধরনের মাছ ত্রিপুরায় প্রবেশ করেছে।
ভারতীয় ব্যবসায়ীরা জানান, রফতানিকৃত মাছে ফরমালিন পাওয়া গেলে ফের আমদানি বন্ধ রাখার শর্ত দিয়েছেন তারা।
৬ মার্চ থেকে বাংলাদেশি মাছে ফরমালিন পাওয়ার অভিযোগে আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার মাছ রফতানি থেকে বঞ্চিত হয় বাংলাদেশি ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ২২, ২০১৭
এনটি