শুক্রবার (২৬ মে) সকালে মিরপর ১৩ এবং ৬ নম্বর সেকশন বাজারের মুদি দোকানগুলো ঘুরে দেখা গেছে ছোলা ৯০ টাকা, চিনি ৭৫ টাকা, প্যাকেটজাত ভোজ্য তেল ১০৫-১০৭ টাকা, পেঁয়াজ ২৫-৩০ টাকা আর রসুন প্রকার ভেদে ১২০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মিরপর-৬ নম্বরের বাসিন্দা সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, গতবারের চেয়ে এবার ছোলা ও চিনির দাম বেশি।
ক্রেতারা জানান, শবে-বরাতের আগেও ছোলা ৭০/৭৫ টাকায় কিনেছেন তারা। এদিকে গত এক মাসে চিনির দাম ৬০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে।
৬ নম্বর সেকশন বাজারের মুদি দোকানদার আবুল কালাম বলেন, রমজানকে কেন্দ্র করে ছোলার দাম বাড়েনি। বেশ কিছু দিন থেকে দাম একই রকম। তবে চিনির দাম কয়েক দফায় বাড়লো।
যার রেশ ঈদের আগে কমার কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এমইউএম/আইএ